আমাদের সম্পর্কে | যোগাযোগ

২৭ জুলাই

২০২৪ শনিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ প্রতিদিন

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪২

আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪২

৬০০

শেয়ার:

বরিশালে অব্যাহত ভারী বর্ষণ, নদীর পানি বিপদসীমার উপরে

News

গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি লঘুচাপে পরিণত হয়ে স্থলভাগে প্রচুর বৃষ্টিপাতের মধ্য দিয়ে কেটে যাচ্ছে বলে জানিয়েছে বরিশাল আবহাওয়া অফিস। এর প্রভাবে জোয়ারের সময় বরিশাল বিভাগের ৯টি নদীর পানি ১০টি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করছে প্রতিদিন দুইবার। এতে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল। ৩ দিন ধরে অবিরাম বৃষ্টিতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে দক্ষিণাঞ্চলে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহফুজুর রহমান জানান, গত রবিবার সকাল থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত টানা ৩ দিনে ১২৭.০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যার মধ্যে আজ সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৩২ মিলিমিটার। তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি লঘুচাপে পরিণত হয়ে স্থলভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে প্রচুর মেঘমালার সৃষ্টি হয়েছে। এ জন্য আগামী আরও দুইদিন বিজলী চমকানোসহ ভারী বর্ষণ হতে পারে। সমুদ্রে জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ফুট উচ্চতা প্লাবিত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।


ভারী বর্ষণ নিম্নাঞ্চল বৃষ্টিপাত বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ

মন্তব্য করুন-