আমাদের সম্পর্কে | যোগাযোগ

২৭ জুলাই

২০২৪ শনিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন ২০২১, ১৫:০৩

আপডেট: ১৬ জুন ২০২১, ১৫:০৩

২৯ ১২৩২

শেয়ার:

একটি করে বনজ ফলদ ও ভেষজ গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

News

আওয়ামী লীগ  সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রত্যেককে একটি করে বনজফলদ  ভেষজ গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে  আহ্বান জানান তিনি।দল  সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেনআমি আমাদের প্রত্যেকটা সহযোগী সংগঠন এবং বাংলাদেশ আওয়ামী লীগবাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীসমর্থকশুভানুধ্যায়ীআমাদের কৃষক লীগযুবলীগস্বেচ্ছাসেবক লীগছাত্রলীগমহিলা আওয়ামী লীগযুব মহিলা লীগসহ সব সহযোগী সংগঠন এমনকি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে শুরু করে সবাইকে আমি আহ্বান জানাবমুজিব আদর্শে যারা বিশ্বাস করেন প্রত্যেকে অন্তত তিনটা করে গাছ লাগাবেনতিনটা গাছ। একটা হচ্ছে বনজএকটা ফলদএকটা ভেষজ। প্রত্যেকে অন্তত  গাছ লাগাবেন। কারণ গাছ আপনাদের আর্থিকভাবেও মূল্য দেবেপরিবেশও রক্ষা হবে আর সেই সঙ্গে পুষ্টির জোগানও দেবে। কাজেই সেদিকে লক্ষ রেখেই এই তিনটি গাছ লাগানোর জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি।

বিস্তারিত দেখুন একটি করে বনজ ফলদ ও ভেষজ গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: বণিক বার্তা


গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মন্তব্য করুন-