আমাদের সম্পর্কে | যোগাযোগ

১৬ মে

২০২৪ বৃহস্পতিবার

নিউজ বুলেটিন: নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন ২০২১, ১৪:৫১

আপডেট: ১৬ জুন ২০২১, ১৪:৫১

৮২৯

শেয়ার:

সুন্দরবনের আয়তন বাড়ছে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

News

সুন্দরবন সম্প্রসারিত হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বনে বাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

বুধবার সংরক্ষিত আসনের বেগম সুলতানা নাদিরার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

বাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে ২০১৫ সালে বাঘ শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০৬টি। ২০১৮ সালের শুমারিতে এর সংখ্যা ১১৪টি পাওয়া গেছে। 

বর্তমান সরকার সুন্দরবন ও এর জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে সব সময় আন্তরিক ও বদ্ধপরিকর উল্লেখ করে সংসদ নেতা বলেন, দেশের উন্নয়নে যে পদক্ষেপেই নেওয়া হোক না কেন সুন্দরবন এবং এর জীববৈচিত্র্য যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। সুন্দরবনের আয়তন বাড়ানোর জন্য সরকার কৃত্রিম ম্যানগ্রোভ সৃষ্টির উদ্যোগ নিয়েছে। সমগ্র উপকূলীয় অঞ্চলে এর বিস্তৃতি ঘটানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সাথে সুন্দরবনের বৃক্ষাদি এবং বন্য প্রাণী রক্ষার জন্য তথা বন অপরাধ দমনের জন্য স্মার্ট পেট্রোলিংসহ নানাবিধ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিস্তারিত দেখুন সুন্দরবনের আয়তন বাড়ছে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

ছবি: সমকাল


সুন্দরবনের আয়তন

মন্তব্য করুন-


  • SS
    ৩১-০৮-২০২৩ ০০:৪০ PbJhom

    can you buy priligy over the counter Abid Hossain Mollah 5, Jasim Uddin Majumder 6, Md


  • SS
    ২৬-০৭-২০২৩ ২৩:৩১ nvJTpKi

    comprar cialis online A possible link between clomiphene and hypospadias in male offspring has been reported 37


  • SS
    ২১-০৬-২০২৩ ১৫:১০ utensonge

    The Nikolsky sign, where upper layers of epidermis move laterally with slight pressure or rubbing of skin adjacent to a blister, is negative does medicare pay for viagra