আমাদের সম্পর্কে | যোগাযোগ

০১ নভেম্বর

২০২৪ শুক্রবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ০৯:২০

আপডেট: ২৫ জুলাই ২০২২, ০৯:২০

২৪৭

শেয়ার:

জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার পেল ঈশ্বরদী পৌরসভা

জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার পেল ঈশ্বরদী পৌরসভা

News

বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৯ পেল ঈশ্বরদী পৌরসভা। রবিবার (২৪ জুলাই) ঢাকার আগারগাঁও বন ভবনের হৈমন্তি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় বৃক্ষমেলা ২০২২ এর সমাপনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপির নিকট থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষণ কর্মকর্তা আমির হোসাইন চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিনুন নাহার এমপি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড.ফারহিনা আহমেদ। মেয়র ইছাহক আলী মালিথা  জানান, ঈশ্বরদী পৌরসভা দীর্ঘদিন যাবত বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার অর্জনে পৌরসভার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আগামীতে বৃক্ষরোপণসহ পরিবেশ বান্ধব নানা কার্যক্রম আরও জোরদার করা হবে।

বিস্তারিত দেখুন জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার পেল ঈশ্বরদী পৌরসভা

ছবি: ইত্তেফাক


জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার ঈশ্বরদী পৌরসভা পরিবেশ বন ও জলবায়ু বৃক্ষমেলা ২০২২

মন্তব্য করুন-