আমাদের সম্পর্কে | যোগাযোগ

১১ অক্টোবর

২০২৪ শুক্রবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২১, ১১:২৬

আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২১, ১১:২৬

৫৩৮

শেয়ার:

সখ্য যেখানে জরুরি

সুন্দরবনের কাছাকাছি শূকর ও বানর। কয়েক বছর আগে তোলা l

News

সুন্দরবনের কটকা নদীর পারে চরছে দু-তিনটি বুনো শূকর ও একটি বানর। পিচ্চি বানরছানাটি দুষ্টুমিতে মেতে আছে। লম্ফঝম্ফ করে বারবার শূকরগুলোর ঘাড়ে-পিঠে বসতে চাইছে। নদীতে পূর্ণ ভাটা। শূকর ও বানর এখানে এখন পরস্পরের প্রহরী ও বন্ধু। হরিণ থাকলে আরও ভালো হতো। বিপদ এলে তা কেউ না কেউ টের পাবে।

জঙ্গলের ভেতরের কোনো গাছের মাথা থেকে ভেসে এল একটি বানরের ‘খক খক’ কাশির মতো ডাক। মুহূর্তেই নদীর পারের বানর ও শূকরগুলো স্ট্যাচু হয়ে গেল, পরমুহূর্তেই বানরের বাচ্চাটি তিন লাফে মায়ের বুকে এসে সেঁটে গেল, তারপর দাঁতালসহ বুনো শূকরগুলো মাথা ঘুরিয়ে তাকাল জঙ্গলের দিকে। কুঁতকুঁতে চোখে ওদের আতঙ্কের ছবি। দৌড়ে ওগুলো কয়েক ফুট এগিয়ে গিয়ে থমকে দাঁড়াল, চোখ জঙ্গলের দিকেই। কয়েক মুহূর্ত নট নড়নচড়ন। এরপর দিল ঝেড়ে দৌড়। খোলা জায়গা ধরে—নদীর সমান্তরালেই। তারপর শাঁ করে বাঁ দিকে বাঁক নিয়ে ঢুকে পড়ল জঙ্গলে। এদিকে বানরমাতাও বাচ্চাটিকে বুকে ঝুলিয়ে জঙ্গলমুখো হয়ে দৌড়ে গিয়ে চড়ে বসল একটি কেওড়াগাছের মাথায়। এই যে দৌড় ও পলায়ন, তা ওরা করল জঙ্গলের ভেতর থেকে আসা বানরটির ডাকের ‘ভাষা’ অনুসরণ করে। বানরটি বাঘের গতিবিধি সম্পর্কে থেমে থেমে ‘রিলে’ যেন করে যাচ্ছিল।

বিস্তারিত দেখুন সখ্য যেখানে জরুরি

ছবি: প্রথম আলো


বুনো শূকর আতঙ্কের ছবি কেওড়াগাছ

মন্তব্য করুন-