আমাদের সম্পর্কে | যোগাযোগ

০১ নভেম্বর

২০২৪ শুক্রবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০২১, ১৬:০২

আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২১, ১৬:০২

৪৪৪

শেয়ার:

শীতে কাঁপছে সারা দেশ, সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

কুয়াশার সঙ্গে যোগ হয়েছে হিমেল হাওয়া। তবু থেমে নেই জনজীবন। গরম কাপড়ে মুড়ে কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন কর্মজীবি মানুষেরা। রোববার পাবনার গাছপাড়া এলাকায় l

News

তীব্র শীতে কাঁপছে সারা দেশ। তাপমাত্রা নেমেছে মৌসুমের সর্বনিম্ন অবস্থানে। পাশাপাশি উত্তর-পশ্চিম দিক থেকে ছুটে আসা কনকনে ঠান্ডা বাতাস ঝাপটা দিয়ে যাচ্ছে। ফলে শীত আরও তীব্রভাবে অনুভূত হচ্ছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই তীব্র শৈত্যপ্রবাহ আরও প্রায় দুদিন থাকতে পারে।

এ মৌসুমে এটাই সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ। আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটের শ্রীমঙ্গলে, ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে এ মৌসুমে এত ঠান্ডা আর পড়েনি। এর আগে এখানে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গত ৩০ ডিসেম্বর ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রাম জেলার রাজারহাটে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, আজ সকালে এখানে কুয়াশা কিছুটা ফিকে হয়ে সূর্যের আলো এসে পড়েছে। তাপমাত্রাও কিছুটা বেড়েছে। আজ তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে উত্তর দিক থেকে প্রবল ঠান্ডা বাতাস এসে ঝাপটা দিয়ে যাচ্ছে। ফলে তাপমাত্রা বাড়ালেও শীতের অনুভূতির বিশেষ কোনো পরিবর্তন হয়নি। শহরে লোক ও যানবাহন চলাচল অনেক কম। মাঠে কৃষিকাজ প্রায় হচ্ছেই না। শীতে জনজীবন জবুথবু হয়ে পড়েছে।

বিস্তারিত দেখুন শীতে কাঁপছে সারা দেশ, সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

ছবি: প্রথম আলো


তীব্র শীত আবহাওয়া শৈত্যপ্রবাহ

মন্তব্য করুন-