আমাদের সম্পর্কে | যোগাযোগ

০১ জুন

২০২৪ শনিবার

নিউজ বুলেটিন: সাতক্ষীরায় তাণ্ডব চালাচ্ছে রেমাল, পানি বেড়েছে ৭ ফুট

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ১৮:১৯

আপডেট: ১৭ নভেম্বর ২০২০, ১৮:১৯

৪৩৪

শেয়ার:

ধুলায়, দুর্ভোগে কাহিল মানুষ

তিন বছর মেয়াদি প্রকল্পের বাকি আছে সাত মাস, অনেক স্থানে এখনো শেষ হয়নি ভূমি অধিগ্রহণ।

News

দুই লেনের সড়কটি উন্নীত হবে চার লেনে। তিন বছর মেয়াদি প্রকল্পের বাকি আছে মোটে সাত মাস। নোয়াখালীর একটি অংশে ভূমি অধিগ্রহণ কার্যক্রম এখনো শুরুই হয়নি। আবার কুমিল্লার অংশের অধিগ্রহণ শেষ হলেও বুঝিয়ে দেওয়া হয়নি সওজকে। ফলে ওই অংশের কিছু এলাকায় কাজ শুরু হয়নি। এতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পটির বাস্তবায়ন নির্ধারিত সময়ের মধ্যে হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে বাড়ছে জনদুর্ভোগ।

কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লা অংশে সওজ এ পর্যন্ত যেসব স্থানে ভূমি অধিগ্রহণের প্রস্তাব করেছে, তার সবটুকুই বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন উন্নয়নকাজে যদি বিলম্ব হয়, সেটি সওজের কারণেই হবে।’ একই বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের ভাষ্য, মৌজার মূল্য নির্ধারণ নিয়ে একটি জটিলতা ছিল। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর সেটি কেটে গেছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সওজকে জমি বুঝিয়ে দেওয়া হবে।

বিস্তারিত দেখুন ধুলায়, দুর্ভোগে কাহিল মানুষ

ছবি: প্রথম আলো


ভূমি সড়ক প্রকল্প জনদুর্ভোগ

মন্তব্য করুন-