আমাদের সম্পর্কে | যোগাযোগ

০১ নভেম্বর

২০২৪ শুক্রবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০, ১২:৫৯

আপডেট: ১১ নভেম্বর ২০২০, ১২:৫৯

৪১৮

শেয়ার:

শীত আসতে না আসতেই ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’

ভ্যাপসা গরম আর থেমে থেমে বৃষ্টির দিন শেষ। শীত হাজির। সকালে ঘাসের ডগায় শিশিরবিন্দু আর সন্ধ্যার পর কুয়াশা প্রকৃতিতে স্নিগ্ধতা নিয়ে এসেছে।

News

ভ্যাপসা গরম আর থেমে থেমে বৃষ্টির দিন শেষ। শীত হাজির। সকালে ঘাসের ডগায় শিশিরবিন্দু আর সন্ধ্যার পর কুয়াশা প্রকৃতিতে স্নিগ্ধতা নিয়ে এসেছে। কিন্তু শীতের আমেজের সঙ্গে বাতাসে বিপদও বাড়ছে। এরই মধ্যে রাজধানীর বাতাসে দূষিত বস্তুকণার পরিমাণ এতই বেড়ে গেছে যে তা খুবই অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।

সাধারণত প্রতিবছর নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শীত পড়তে শুরু করলে ঢাকার বায়ুঅস্বাস্থ্যকর হতে শুরু করে। শীতে কুয়াশার কারণে বাতাসে জলীয় বাষ্প বেড়ে যায়, আর তাতে জমা হয় মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর সূক্ষ্ম বস্তুকণা। এবার শীত আগেভাগে শুরু হওয়ায় বস্তুকণা বাতাসে দ্রুত জমা হতে শুরু করেছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পর্যবেক্ষণকেন্দ্র থেকে দেশের প্রধান ১১টি শহরের বায়ুর মান প্রতিদিন পর্যবেক্ষণ করা হয়। এতে দেখা যায়, সোমবার রাজধানীর বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর ছিল। এ ছাড়া রংপুর, রাজশাহী, বরিশাল ও গাজীপুরের বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছে গেছে। বাকি চট্টগ্রাম, সিলেট, খুলনা ও কুমিল্লার বায়ুর মান সাবধান হওয়ার মতো অবস্থায় ছিল।

বিস্তারিত দেখুন শীত আসতে না আসতেই ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’

ছবি: প্রথম আলো


শীত শিশিরবিন্দু কুয়াশা জলীয় বাষ্প

মন্তব্য করুন-