আমাদের সম্পর্কে | যোগাযোগ

০১ নভেম্বর

২০২৪ শুক্রবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ১৫:৩৯

আপডেট: ০৫ জুলাই ২০২০, ১৫:৩৯

৪২৮

শেয়ার:

‘বাড়িতে পানি, বাঁধে এসেও শান্তি নেই’

বর্তমান সময়ে মহামারী করোনার মধ্যেও আমরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি, আমাদের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হচ্ছে এসব দূর্যোগের কারনেই। বন্যা হয়ে অসময়ে নিদারূন ক্ষতি সাধন করছে ঘড়বাড়ি সহ আবাদি জমি, নদী নালা, খাল বিল, মাছের ঘের, পশুপাখি ইত্যাদির। গাইবান্ধার ভাষাড়পাড়া গ্রামের আকলিমা বেগম তিনি এখন ঘরবাড়ি ছাড়া কষ্টে তার দিন যাপন করছেন।

News

আকলিমা বেগমের (৪৫) বাড়ি গাইবান্ধার ভাষারপাড়া গ্রামে। ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের তাঁর বাড়িতে কোমরসমান বন্যার পানি। দুটি চৌকিসহ ঘরের আসবাব পানিতে ভাসছে। গ্রামের কোথাও শুকনা জায়গা নেই। তাই আশ্রয় নিয়েছেন বাড়ি থেকে দুই কিলোমিটার দূরের ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধে।

বিস্তারিত দেখুন ‘বাড়িতে পানি, বাঁধে এসেও শান্তি নেই’

ছবি: প্রথম আলো


বন্যা গাইবান্ধা

মন্তব্য করুন-