আমাদের সম্পর্কে | যোগাযোগ

০১ নভেম্বর

২০২৪ শুক্রবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ১০:০৭

আপডেট: ০৫ জুলাই ২০২০, ১০:০৭

৪২৯

শেয়ার:

করোনায় মাছের সাফল্যে উল্টো যাত্রা

মাছ বাঙালির কাছে সেই বহুকাল থেকেই প্রিয় খাদ্যের তালিকাতে রয়েছে। আমরা সবাই জানি যে, মাছে প্রচুর পরিমাণ আমিষ সহ অন্যান্য প্রয়োজনীয় উপাদান থাকে যেগুলা আমাদের দেহের জন্য অতীব গুরুত্বপূর্ণ।

News

মাছপ্রিয় বাঙালির কাছে বর্ষা প্রিয় একটি ঋতু। এই সময়ে নতুন পানির ছোট মাছের স্বাদ ভালো হয় বলে প্রচলিত আছে। জেলে আর খামারিরাও এই সময়ের অপেক্ষায় থাকেন। কারণ, বেশি মাছ পাওয়া যায়। কিন্তু এ বছরটা ঠিক তার উল্টো। পুকুরে পোনা ছাড়ার উপযুক্ত সময় মার্চ থেকে মে। এ সময়টায় করোনার কারণে দেশে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক না থাকায় খামারিরা হ্যাচারিগুলো থেকে পোনা আনতে যেতে পারেননি। নদী–খাল–বিলে মাছ ধরাও কমে গেছে। তার ওপরে মাছের দাম ও বিক্রি দুই–ই তিন মাস ধরে কমছে তো কমছেই।

অথচ গত বছরই মাছের উৎপাদনে বাংলাদেশ রেকর্ড গড়েছে। স্বাদুপানির মাছে বাংলাদেশ তার তৃতীয় স্থানটি ধরে রেখে উৎপাদন বাড়ানোর হারে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। চাষের মাছে দেশ গত ছয় বছরের মতোই পঞ্চম স্থান রয়েছে।

বিস্তারিত দেখুন করোনায় মাছের সাফল্যে উল্টো যাত্রা

ছবি: প্রথম আলো


করোনা মাছ বাঙালি

মন্তব্য করুন-