মহামারী করোনা বা কোভিড ১৯ এর প্রাদুর্ভাবের কারনে বন্ধ হয়ে থাকা সবকিছুই যেন প্রান ফিরে পেয়েছে। আমরা জানি, কক্সবাজার সমুদ্র সৈকত একটি দীর্ঘতম সমুদ্র সৈকত। লোকজনের কম আসা যাওয়ার কারনে এখানকার সবকিছুই যেন প্রান ফিরে পাবার যোগাড়।
করোনায় কক্সবাজারের প্রকৃতিই যেন বদলে গেছে। সৈকতে পর্যটকদের চিরচেনা ভিড় নেই। সৈকতের কাছেই হেসেখেলে বেড়াচ্ছে ডলফিন। সৈকতের বালুতে সাগরলতা। সেখানে ডিম পাড়ছে পাখি। আর এবারে সৈকতে কচ্ছপের ডিম দেওয়ার পরিমাণ আগের থেকে বেড়েছে। কাছিমের বাচ্চারা নিশ্চিন্তে চলে যাচ্ছে সমুদ্রে। সব মিলে প্রকৃতি যেন ফিরে পেয়েছে নিজেকে। বিশেষজ্ঞরা বলছেন, করোনায় মানুষের আনাগোনা কম, তাই এই রূপে ফিরেছে প্রকৃতি। তবে একে ধরে রাখা গেলে জীববৈচিত্র্যের সংরক্ষণের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।
বিস্তারিত দেখুন প্রকৃতি ফিরে পেয়েছে আপন ঠিকানা
ছবি: প্রথম আলো