আমাদের সম্পর্কে | যোগাযোগ

০১ নভেম্বর

২০২৪ শুক্রবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন ২০২০, ১০:৩৩

আপডেট: ২৮ জুন ২০২০, ১০:৩৩

৪৮৫

শেয়ার:

করোনায় করুণ হাল নার্সারিগুলোর

চারপাশে ফুলেফলে সাজানো বাগানের মতো অনেক ছোটবড় গাছের সমাবেশ। তার মধ্যে বসে হিসাবের খাতায় লিখছিলেন গ্রিন ওয়ার্ল্ড নার্সারির মালিক সোহরাব হাসান। বেচাকেনার কথা জিজ্ঞাসা করলে বললেন, ঢাকায় গাছপালা কেনেন শৌখিন লোকজন, যাঁদের বাড়ি বা ফ্ল্যাট আছে। করোনার আশঙ্কায় তাঁরা বাইরেই বের হন না। গাছপালা কেনার লোক কোথায়!

News

শনিবার দুপুরে কথা হচ্ছিল আগারগাঁও চৌরাস্তা মোড়ের এই নার্সারির মালিকের সঙ্গে। শেরেবাংলা নগরে ২০-২৫টির মতো নার্সারি গড়ে উঠছে। এখানে বড় নার্সারিগুলোর মধ্যে রয়েছে—সবুজ বাংলা নার্সারি, কৃষিবিদ উপকরণ নার্সারি, বরিশাল নার্সারি, বিএফএ শাহিন নার্সারি, গ্রিন ওয়ার্ল্ড, হর্টাস, জান্নাত নার্সারি। এর মধ্যে কৃষিবিদের ব্যবস্থাপক সোহানুর রহমান, জান্নাতের মালিক খন্দকার শরিফুল আলম, গ্রিন ওয়ার্ল্ডের মালিক সোহরাব হোনের সঙ্গে কথা বলে জানা গেল, সাধারণত প্রতিবছর ৫ জুন থেকে জাতীয় বৃক্ষমেলা শুরু হয়। এ বছর করোনাভাইরাসের সংক্রমণের কারণে তা হয়নি।

বিস্তারিত দেখুন করোনায় করুণ হাল নার্সারিগুলোর

ছবি: প্রিয় ডট কম


করোনা নার্সারি

মন্তব্য করুন-