আমাদের সম্পর্কে | যোগাযোগ

০১ নভেম্বর

২০২৪ শুক্রবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন ২০২০, ১০:২৩

আপডেট: ২৫ জুন ২০২০, ১০:২৩

৪৬৫

শেয়ার:

সৈকতে ভেসে এল বিরল প্রজাতির মৃত তিমি

কক্সবাজারের টেকনাফের সমুদ্রসৈকতে বিশাল আকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে। সোমবার সকাল ৯টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ঘোলাপাড়া সমুদ্রসৈকতে এ মৃত তিমিটি ভেসে আসে। প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, এটি বিরল প্রজাতির তিমি। এর নাম ব্রিডস হোয়েল (Bryde’s Whale)।

News

সাবরাং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আমিন বলেন, গত শনিবার বিকেলে জোয়ারে একটি বিরল প্রজাতির তিমি আসার খবর শুনেছিলেন। ওই সময় তিনি এলাকার লোকজনকে আটকে পড়া তিমিকে কোনো ধরনের আঘাত না করে পুনরায় পানিতে নামিয়ে দেওয়ার অনুরোধ জানান। তবে আজ সকালে প্রায় এক কিলোমিটার দূরে অন্য এলাকায় ওই তিমি মৃত অবস্থায় ভেসে এসেছে। বর্তমানে সাগরে জেলেদের মাছ ধরা বন্ধ। কিন্তু কীভাবে তিমিটি মারা গেল, তা বলা মুশকিল। তিমির শরীরের কয়েকটি অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

বিস্তারিত দেখুন সৈকতে ভেসে এল বিরল প্রজাতির মৃত তিমি

ছবি: প্রথম আলো


সৈকত মৃত তিমি

মন্তব্য করুন-