আমাদের সম্পর্কে | যোগাযোগ

০১ নভেম্বর

২০২৪ শুক্রবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ২০ জুন ২০২০, ১২:১১

আপডেট: ২০ জুন ২০২০, ১২:১২

৪৯২

শেয়ার:

ক্যাম্পাসে শিয়ালের দিনরাত্রি

২০২০ সালকে প্রাণ-প্রকৃতির ‘কামব্যাক ইয়ার’ বলেই মনে হচ্ছে। প্রায় দম বন্ধ হয়ে আসা প্রকৃতির একটু নিশ্বাস নেবার সুযোগ তৈরি হয়েছে করোনা মহামারিতে মানুষের সদর্প চলাচল সীমিত হয়ে পড়ায়। মানুষ হয়েছে ঘরবন্দী, আর প্রাণ-প্রকৃতি মেলেছে ডানা। পৃথিবীর নানা শহরে মানুষহীন শহরের রাস্তাঘাটে প্রাণীর চলাচলের খবর উঠে আসছে তথ্যমাধ্যমে।

News

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাণ-প্রকৃতির জন্য অবারিত। তবু শিক্ষক–শিক্ষার্থীর পদচারণমুখর ক্যাম্পাসের রাস্তাঘাট এখন নির্জন। ছাত্রদের উপস্থিতিতে সরগরম লেকপাড়ের রাস্তা এখন সুনসান। ক্যাম্পাস এখন সজীব আর সক্রিয় প্রাণ-প্রকৃতির দখলে।

গৃহবন্দী অবস্থার অবসাদ কাটাতে মাঝেমধ্যে এই রাস্তায় এসে দাঁড়াই। সব অচেনা লাগে। কোথাও কেউ নেই। দূরে রাস্তায় কুকুর ইতস্তত ঘোরাফেরা করে। ওরাও বড় নিঃসঙ্গ। নিয়মিত খাবার পেয়ে মামা-খালাদের সঙ্গে ওদের যে সখ্য গড়ে উঠেছিল, এরা বোধ করি তার অভাব বোধ করছে। জনমানবহীন রাস্তায় এরাই এখন ক্যাম্পাসের অন্যতম বাসিন্দা।

বিস্তারিত দেখুন বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ যখন শিয়ালের খেলার অভয়ারণ্য

ছবি: প্রথম আলো


শিয়ালের দিনরাত্রি

মন্তব্য করুন-