আমাদের সম্পর্কে | যোগাযোগ

০১ নভেম্বর

২০২৪ শুক্রবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন ২০২০, ১৯:১৫

আপডেট: ০৬ জুন ২০২০, ১৯:১৫

৪৯৭

শেয়ার:

স্বাস্থ্য-পরিবেশ সুরক্ষাকে অর্থনীতির মূল ধারায় আনতে হবে।

আমাদের স্বাস্থ্য এবং পরিবেশকে সুরক্ষার দায়িত্ব আমাদেরই নিতে হবে। পরিবেশকে ভিত্তি করেই আমাদের সুস্থ সাবলীলভাবে বেচে থাকা। তাই আমাদের প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত অন্যথায় পরবর্তীতে এর জন্য আমাদের সবাইকে মাশুল গুনতে হবে।

News

করোনার কারণে আমাদের আমাদের জীবন ও জীবিকার ওপরে বড় ধাক্কা এসেছে। দেশে দারিদ্র্যসীমার ওপরে নিচে থাকা জনগোষ্ঠীর সংখ্যা ২০ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ৪৩ শতাংশে পরিণত হয়েছে। করোনার কারণে অবশ্য পরিবেশে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। অন্যদিকে ঘূর্ণিঝড় আম্পানের কারণে সুন্দরবন ও উপকূলের বড় ক্ষতি হয়ে গেছে। ফলে সামনের দিনের বড় চ্যালেঞ্জ হবে স্বাস্থ্যের নিরাপত্তা ও পরিবেশ রক্ষাকে গুরুত্ব দিয়ে অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে।

বিস্তারিত দেখুন পরিবেশ, সুরক্ষা এবং করোনা

ছবি: প্রথম আলো


পরিবেশ দূষণ স্বাস্থ্য

মন্তব্য করুন-